সড়ক পথে:
ঢাকা থেকে ঢাকা হাটিকুমরুল মহাসড়ক পথে বাঘাবাড়ী হতে ১৮ কিলোমিটার পশ্চিমে ফরিদপুর উপজেলা।
পাবনা থেকে টেবুনিয়া, আটঘরিয়া, চাটমোহর হয়ে ৫৫ কিলোমিটার সড়ক পথে ফরিদপুর উপজেলা।
রেল পথ:
রেলপথে: ঢাকা কমলাপুর হতে রেল পথে চাটমোহর রেল স্টেশন হতে ২৫ কিলোমিটার পূর্বে এবং ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশন থেকে ১২ কিলোমিটার পূর্বে ফরিদপুর উপজেলা।
ফরিদপুর উপজেলা পরিষদ থেকে ভ্যান ও নৌকাযোগে।
ফরিদপুর উপজেলা হতে পুংগলী ইউনিয়ন পরিষদের দুরত্ব ১১.৮৫ কি:মি:
ফরিদপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স থেকে ইজিবাইক কিংবা সিএনজি, ভ্যান , রিকসা যোগে আগপুংগলী বাজার, দত্ত পুংগলী বাজার, পাছ পুংগলী বাজার ও দিঘুলীয়া বাজারে আসা যায়।
উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:
ভ্যান ভাড়া ১৫টাকা (জন প্রতি)
সিএনজি ভাড়ার হার ২০ টাকা (জন প্রতি)
পুংগলী ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:
দত্ত পুংগলী বাজার থেকে কেনাই, দিঘুলীয়া, বিলচান্দক, দিঘুলীয়া দক্ষিণ পাড়া, রতনপুর উত্তর পাড়া, রতনপুর দক্ষিণ পাড়া ও শ্রীগোবিন্দপুর
ভ্যান ভাড়া ১৫ টাকা (জনপ্রতি )
আগপুংগলী বাজার থেকে পাছপুংগলী, মাছুয়াঘাটা,মধ্যপুংগলী
ভ্যান+করিমন ভাড়া ১০ টাকা (জনপ্রতি)
দত্তপুংগলী বাজার থেকে মাছুয়াঘাটা, বায়ড়াপাড়া,পাছপুংগলী
ভ্যান+করিমন ভাড়া ১০টাকা(জনপ্রতি)
পাছপুংগলী বাজার থেকে মধ্যপুংগলী, আরকান্দি , সরবসুজা
ভ্যান+করিমন ভাড়া ১০টাকা (জনপ্রতি)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS